Sunday, March 2

থানার ছাদ থেকে পড়ে মৃত্যু!

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানার ছাদ থেকে পড়ে শাহে আলম (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে থানার ছাদ থেকে পড়ে যান ওই ব্যক্তি। পুলিশের দাবি সাহে আলম পালাতে গিয়ে ছাদে উঠে এবং পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
উত্তরা ডিভিশনের উপ পুলিশ কমিশনার নেছারুল হক আরিফ বাংলামেইলকে জানান, আমি যটতুকু শুনেছি শাহে আলম নামের ওই ব্যক্তি একজন কাঠ মিস্ত্রি ও টাকা উঠিয়ে দেয়ার কাজ নিয়ে থানায় আসেন। পরে সে থানা থেকে পালানোর চেষ্টা করেন। এরই অংশ হিসেবে সে কাঠ মিস্ত্রিকে নিয়ে থানার ছাদে উঠে থানায় লাগানো এসির(এয়ার কন্ডিশন) উপর দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু নামতে গিয়ে তিনি আটকে যান। পরে কাঠ মিস্ত্রিকে বলেন, তাকে টেনে তুলতে। কিন্তু কাঠ মিস্ত্রি তাকে টেনে তোলার পূর্বে সে মাথা ঘুরে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ( অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ও সহকারী কমিশনার) ঘটনাস্থলে গেছেন।

তিনি আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসলে প্রকৃত ঘটনা কি তা জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়