Monday, March 31

গোলযোগ হলেও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি

ঢাকা: পঞ্চম ধাপ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের দিন সোমবার কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি বলে সন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক। তবে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ নানা গোলযোগের কারণে পাঁচটি উপজেলার ১৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংসাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গোলযোগের কারণে স্থগিত কেন্দ্রেগুলোতে পরবর্তীতে তারিখ নির্ধারণ করে ভোট নেয়া হবে।’

নির্বাচনে সহিংসতার ব্যাপারে তিনি বলেন, ‘সহিংসতা মানুষের মনোবৃত্তির উপর নির্ভর করে। পঁচাশি সালের নির্বাচনেও সহিংসতা হয়েছিল, তখন মার্শাল ’ল ছিল। আটনব্বই সালেও সহিংসতা হয়েছে। তবে নির্বাচনে নিহতের ঘটনা ও স্থগিত কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের ফলে জনগণেন ভোগান্তি বাড়ে। এসব সমস্যার সমাধানে আইন প্রণয়ন করা দরকার।’

বিএনপিকে নিয়ে করা মন্তব্যের ব্যাপারে তিনি বলেন, ‘আমরাও দেশের নাগরিক তারাও দেশের নাগরিক। কিন্তু একটা শ্রেণী সারাবছর আমাদের গালাগাল করে। আমাদের গালাগাল করার অধিকার তাদের নেই। কেউ যদি একটি ইট উপরের দিকে ছুঁড়ে মারে সে ইট তার নিজের উপরই এসে পড়ে।’
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়