Monday, March 3

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান

ঢাকা: ক্রিকেটে আফগান শক্তি ধীরে ধীরে বিকশিত হতে শুরু করেছে। এবার টেস্ট খেলুড়  দেশ বাংলাদেশকে হারানোর পুরস্কার হিসেবে তারা ঢুকে গেছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। ফতুল্লায় ১২তম এশিয়া কাপের ৫ম ম্যাচে বাংলাদশকে ৩২ রানে হারিয়ে আইসিসি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নিয়েছে আফগানিস্তান।

আইসিসির র‌্যাঙ্কিংয়র নিয়ম অনুযায়ী কোনা সহযোগী দেশকে ওয়ানড র‌্যাঙ্কিং টেবিল ঢুকতে হলে পূর্ণ সদস্য দেশের বিপক্ষ দুটি ম্যাচ জিততে হবে। অথবা পূর্ণ সদস্য দেশের বিপক্ষে একটি ওয়ানড জয় এবং কোয়ালিফাইংয় ৬০ শতাংশ ম্যাচ জিততে হবে।
কোয়ালিফাইংয় ৬০ শতাংশ ম্যাচ আগেই জিতেছিল আফগানিস্তান। ফতুল্লায় বাংলাদশকে হারানার পর বাকি কাজটুকু সারা হয় গেছে তাদের। এর পরই ৩২  রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং টেবিলে ১২তম দল হিসেবে অর্ন্তভুক্তি হয়েছে আফগানিস্তান।

ডিনিউজবিডি/সোহল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়