Monday, March 3

স্বাধীনতার সুফল পৌঁছে দেবার দায়িত্ব মুক্তিযোদ্ধাদের

ঢাকা: স্বাধীনতার সুফল বাঙ্গালির ঘরে ঘরে পৌঁছে দেয়ার দায়িত্ব মুক্তিযোদ্ধাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘২০১৩ সালের শেষ দিকে বিএনপি ও জামায়াত জোট দেশে অসংখ্য মানুষ হত্যা করেছে। তারা চেয়েছিল এদেশে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। কিন্তু তাদের সে স্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।’

সভায় বক্তারা ৭ মার্চকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। তারা শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সভায় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানকে সভাপতি ও মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়াকে সাধারণ সম্পাদক করে একটি কার্যনিবাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় কমিটি ঘোষণা, ৩ মাসের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, সহ-সভাপতি  ইসমত কাদির গামা, সহ-সভাপতি ওয়াকার হাসান বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক আলাউদ্দিন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, ৭ডিসেম্বর ২০১৩ সালে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আত্মপ্রকাশ ঘটে।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়