Sunday, March 2

কখন বিরোধিতা করতে হবে আমরা জানি

ঢাকা: বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম বলেন, ‘আমরা ভেতন-ভাতার জন্য বিরোধী দল হতে চাই না। আমরা সংসদে আছি এবং ভূমিকা পালন করছি।’
রোববার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গতকাল রাজবাড়ীর বিএনপির জনসভায় এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি। কার নির্দেশে বা কার অনুরোধে তারা জাতীয় নির্বাচনে অংশ নেয়নি তারাই জানে। তবে তারা যে জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে, তা সংশোধন করতেই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে।’

তাজুল বলেন, ‘কখন বিরোধিতা করতে হবে, কোন বিলের বিরোধিতা করতে হবে এবং কখন ওয়াকআউট করতে হবে তা আমরা ভালো করেই জানি। বিএনপির কাছ থেকে শিখতে হবে না।’

জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এক নয় মন্তব্য করে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে জয়-পরাজয় হয় দলের চরিত্রের উপর নির্ভর করে। আর স্থানীয় নির্বাচন ব্যক্তির চরিত্রের উপর নির্ভর করেই জয়-পরাজয় হয়।’

জাতীয় পার্টির এ নেতা বলেন, ‘খালেদা জিয়া আমাদেরকে কটাক্ষ করেছে। যা অত্যন্ত দুঃখজনক। তারা কয়দিন সংসদে এসেছে। তারা ক্ষমতায় না আসতে পারলে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকতে পারলে সংসদ বর্জন করে।’

খালেদা জিয়াকে সংশোধন হওয়ার আহ্বান করে তাজুল ইসলাম বলেন, ‘৫ বছর অপেক্ষা করুন। তারপর নির্বাচন হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করেন। তারপর বিরোধী দল অথবা রাষ্ট্র ক্ষমতায় আসবেন।’

প্রসঙ্গত, তথা কথিত সংসদে বিরোধী দল নেই বলে গতকাল শনিবার রাজবাড়ীতে এক
জনসভায় মন্তব্য করেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়