Wednesday, February 26

কুষ্টিয়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কারাগারে

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মারমারি ও ভাঙচুর মামলায় ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে ভেড়ামারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমসহ ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের দিন ভেড়ামারায় জাসদ নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে বিএনপি কর্মীরা।
এ ঘটনায় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়