Thursday, December 5

বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারি

ঢাকা : ৫ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে মার্কিন নাগরিকদের ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে মার্কিন নাগরিকদের উদ্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সর্তকাবস্থা নির্বাচনের পর ৭ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
নিজেদের নিরাপত্তার স্বার্থে পুলিশ, ফায়ার স্টেশন, হাসপাতালের অবস্থান সম্পর্কে জানতেও মার্কিন নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও দূতাবাসের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়