Saturday, December 14

লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে যাবে জাতীয় পার্টি : তাজুল ইসলাম

ঢাকা : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেনি তারা নির্বাচনে যাবেন। লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচনে যাবে জাতীয় পার্টি।

শনিবার বিকালে জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

জানা গেছে, শুক্রবার শেষ দিনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া জিয়াউদ্দিন বাবলু, মুজিবুল হক চুন্নুসহ প্রায় অর্ধশতাধিক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নির্বাচনে যাওয়া নিয়ে গত দুদিন যাবত রওশন এরশাদের বাসায় দফায় দফায় বৈঠকে হয়। শনিবার জিয়া উদ্দিন বাবলু, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, কাজী ফিরোজ রশীদ, তাজুল ইসলাম ইসলাম চৌধুরী ও মুজিবুল হক চুন্নু রওশন এরশাদের বাসায় দীর্ঘ বৈঠক করেন।

বৈঠক শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তারা নির্বাচনে যাবেন। তিনি আরো বলেন, জাতীয় পার্টিতে কোনো ভাঙ্গন নেই। চেয়ারম্যান এরশাদ আছেন এরশাদ থাকবেন।
তবে জাপার আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, নির্বাচন যাব কি যাব না এ বিষয়ে এখানো সিদ্ধান্ত হয়নি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়