ঢাকা : নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগের পত্র দলের চেয়ারম্যানের কাছে জমা দিয়েছেন জাতীয় পার্টির পাঁচ নেতা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী রওশন এরশাদ, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, যুব ও ক্রীড়া মন্ত্রী মজিবুল হক চুন্নু এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে তারা জাপার চেয়ারম্যানের কাছে তার বাসভবন বারিধারার প্রেসিডেন্ট পার্কে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
এছাড়া বাকি দু’জনের মধ্যে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও উপদেষ্টা জিয়াউদ্দিন বাবুলও পদত্যাগ করবেন বলে জানা গেছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়। এরপর সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রেসিডেন্ট পার্কে উপস্থিত সাংবাদিকদের সামনে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার পাঁচ মন্ত্রীর পদত্যাগের বিষয়টি জানান। তিনি আরো জানান, বাকি যারা সরকারে আছেন তাদের সাথেও তার টেলিফোনে কথা হয়েছে। শিগগিরই তারাও পদত্যাগপত্র জমা দেবেন।---ডিনিউজ
বৃহস্পতিবার বিকেলে তারা জাপার চেয়ারম্যানের কাছে তার বাসভবন বারিধারার প্রেসিডেন্ট পার্কে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।
এছাড়া বাকি দু’জনের মধ্যে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও উপদেষ্টা জিয়াউদ্দিন বাবুলও পদত্যাগ করবেন বলে জানা গেছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়। এরপর সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রেসিডেন্ট পার্কে উপস্থিত সাংবাদিকদের সামনে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার পাঁচ মন্ত্রীর পদত্যাগের বিষয়টি জানান। তিনি আরো জানান, বাকি যারা সরকারে আছেন তাদের সাথেও তার টেলিফোনে কথা হয়েছে। শিগগিরই তারাও পদত্যাগপত্র জমা দেবেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়