লন্ডন প্রতিনিধিঃ গোয়াইনঘাট ওয়েলফেয়ার
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন ইউ.কে’র
উদ্যোগ ৪ ডিসেম্বর স্থানীয় বেথনাল গ্রীণ বায়তুল আমান জামে মসজিদে সালুটিকর
ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা
আব্দুল মালিক, মাওলানা নাজিম উদ্দীন, আলহাজ্ব খলিলুর রহমান, বশির
আহমদ, সাংবাদিক সৈয়দ জহিরুল হক, হাজী জামাল উদ্দীন, হাজী
আব্দুস সাত্তার, জয়দেব শেখর রায়, হাজী সিরাজ উদ্দীন, মৃদুল
কান্তি দাস, সুরুজ আলী, পংকি মিয়া,
সৈয়দ সাবাজ আলীসহ
গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা সালুটিকর ডিগ্রী কলেজ প্রতিষ্ঠায় আব্দুল খালিকের সংগ্রামী ভূমিকার কথা
শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন। বক্তারা উল্লেখ করেন, অধ্যক্ষ আব্দুল খালিক সালুটিকর কলেজ প্রতিষ্ঠার জন্য, একে পুরোপুরি একাডেমিক পর্যায়ে উন্নীত করার জন্য দিন-রাত
পরিশ্রম করেছেন। তিনি কলেজের অর্থসংস্থানের জন্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের
কাছে বারবার ধরণা দিয়েছেন-পুরোপুরি সফলও হয়েছেন। যার
প্রমাণ আজ দাড়িয়ে থাকা কলেজ থেকে ‘ডিগ্রীতে’ উন্নীত সালুটিকর ডিগ্রী কলেজ ভবনটি ও এর শিক্ষার্থীদের
পদচারণা।
অধ্যক্ষ আব্দুল খালিকের ভূমিকার কথা স্মরণ
করতে গিয়ে আবেগজড়িত কণ্ঠে মাওলানা আব্দুল মালিক বলেন, তিনি এইড এন্ড কেয়ার ট্রাস্ট ই.কে এবং গোয়াইনঘাট ওয়েলফেয়ার
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন ইউ.কে-এর প্রতিটি উদ্যোগকে বাস্তবায়ন করতে সর্বদা সামনের
সারির ভূমিকা পালন করেছেন। নীতিবান মানুষ হিসেবে প্রকৃত গরীবরা যাতে
সাহায্য পায়-সেই চেষ্টাই করেছেন। আবেগকে তিনি কথনো আশ্রয় দেয়নি।
যুগ যুগ ধরে আব্দুল খালিকের পরিশ্রম যেমন
দৃষ্টান্ত হয়ে থাকবে তেমনি সালুটিকর ডিগ্রী কলেজে অধ্যয়ন করে যারা জীবনের কাঙ্খিত
সাফল্য পাবে তাদের দোয়ারও অংশীদার তিনি হবেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন ইউ.কে-এর সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দীন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন ইউ.কে-এর সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দীন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়