Friday, November 1

৩ নভেম্বর থেকে আ.লীগের খলা শুরু : মতিয়া চৌধুরী

ঢাকা : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, আগামী ৩ নভেম্বর থেকে আওয়ামী লীগের খেলা শুরু।

শুক্রবার পল্লবীর পূরবী চত্বরে ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকেই আগামী ৩ নভেম্বর আওয়ামী লীগ তার খেলা শুরু করবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া একদিকে সংলাপের কথা বলছেন, অন্যদিকে জঙ্গিবাদের উত্থান করছেন।’ জঙ্গিবাদ এবং জামায়াতের সঙ্গ ত্যাগ করে বিএনপিকে সংলাপে আসতে অহবান জানান মতিয়া।

বিরোধীদলীয় নেতা জামায়াত-শিবিরের সন্ত্রাসী শক্তি ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ মন্ত্রী।

তিনি আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসন চায় না আমাদের সন্তানেরা শিক্ষিত হোক। এজন্যই পরীক্ষার সময় হরতাল ডেকেছেন তিনি।’

বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের এই সরকারের আমলেই দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা সাতবার জন্ম নিলেও আমাদের এক ফ্লাইওভার করতে পারবেন না। তিনি পারেন কেবল জঙ্গিবাদের মদদ দিতে আর জরুরি অবস্থা জারি করতে।’

স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়