Thursday, November 7

সরকারই এজেন্ডা ঠিক না করে আলোচনা থেকে সরে গেছে: খালেদা

ঢাকা: সরকার সংলাপের পথে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, “আমরা আলোচনার দরজা বন্ধ করিনি।
‘সরকারই এজেন্ডা ঠিক না করে শর্ত দিয়ে আলোচনা থেকে সরে গেছে’।ঢাকা মহানগর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে বৃহস্পতিবার বিকেলে এক টেলি কনফারেন্সে তিনি এ আশা প্রকাশ করেন।

নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপ না হওয়ার জন্য সরকারকে দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বেগম খালেদা চজয়া বলেন, ‘সরকার শর্তজুড়ে আলোচনার পথ রুদ্ধ করলেও আমরা এখনও আলোচনার দরজা বন্ধ করেনি। আামি আজও বলছি, ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর জন্য আমরা এখনও অপেক্ষা করছি।’


তিনি আরো বলেন, ‘সরকার শর্তজুড়ে আলোচনার পথ রুদ্ধ করলেও আমরা এখনও আলোচনার দরজা বন্ধ করেনি। আামি আজও বলছি, ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর জন্য আমরা এখনও অপেক্ষা করছি।’ ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনায় বিএনপি রাজি বলেও জানান তিনি। এবং নির্দলীয় সরকারের দাবিতে চলমান আন্দোলন জোরদারের জন্যও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়