পিরোজপুর : পিরোজপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের উদ্দ্যেগে বুধবার সকালে স্থানীয় আদালত চত্বরে বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।করেছে। আদালত চত্বরে আইনজীবি ফোরাম মিছিল শেষে জেলা জজ আদালতের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বাংলাদেশে কোন এক তরফা নির্বাচন হতে দেবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। বাকশালী কায়দায় এক দলীয় শাসন কায়েম করতে চাইছেন, এর পরিনাম ভাল হবে না। দেশের মানুষ সে শাসন মেনেও নেবে না। বক্তারা অবিলম্বে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞাসহ সকল বিরোধী নেতা-কর্মীর মুক্তি দাবী করেছেন।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি আবুল কালাম আকন, সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ, আল্লামা শাহান শাহ, নুরুল ইসলাম সরদার, মনিরুল ইসলাম খান, মোস্তফা কামাল বাদল, সাইফুল ইসলাম প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়