Saturday, November 16

হরতালের নামে যারা মানুষ পোড়ায় জনগণ তাদের প্রত্যাখান করবে

ঢাকা : হরতালের নামে যারা মানুষ পুড়ে মারছেন জনগণ তাদের ঘৃনাভরে প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নাশকতার ছবি না তুলে সহিংসতাকারীদের ছবি তুলে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার বিকেলে গণভবনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভোজপুরে জামায়াত-শিবিরের হামলায় হতাহত পরিবারের সদস্যের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, আন্দোলনের নামে নাশকতা ও মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ করতে সাংবাদিকরা জনমত সৃষ্টি করতে পারেন। দেশ ও মানুষের কল্যাণে চট্টগ্রামের সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মণি, অ্যাম্বেসেডর এট লার্জ মোহাম্মদ জিয়া উদ্দীন, মূখ্য সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়