Friday, November 1

সাংবাদিক রশিদ হেলালির মৃত্যুতে কানাইঘাট প্রেসকাব নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দৈনিক স্বাধীন বাংলা ও সিলেট থেকে প্রকাশিত দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বৃহত্তর জৈন্তিয়ার কৃতি সন্তান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বিশিষ্ট সাংবাদিক রশিদ হেলালির আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসকাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক রশিদ হেলালি ছাত্র জীবন থেকে শুরু করে আমৃত্যু সিলেটের মানুষের ন্যায় সংগত অধিকার আদায়ে অগ্রনী ভূমিকা পালনের পাশাপাশি এ অঞ্চলের শিক্ষা বিস্তার ও সংবাদপত্র জগতে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জৈন্তিয়ার আপামর জনসাধারণ একজন নির্বিক সমাজ সেবী ও শিক্ষানুরাগী হারিয়েছেন যা কখনো পূরণ হওয়ার মতো নয়। শোক দাতারা হলেন, কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ.হান্নান, সহসভাপতি বাবুল আহমদ, আব্দুর রব, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আম্বিয়া চৌধুরী, দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, সমাজ সেবা সম্পাদক মিছবাউল ইসলাম চৌধুরী, সদস্য ময়নুল হক বুলবুল, শাহজাহান সেলিম বুলবুল, কুহিনুর চৌধুরী, মাহবুবুর রশিদ, আব্দুন নুর, কাওছার আহমদ, সাংবাদিক বদরুল ইসলাম, আমিনুল ইসলমা, মাহফুজ সিদ্দিকী, রাসেল চৌধুরী, এম.এ.বাবুল, ফটো সাংবাদিক সুজন চন্দ অনুপ প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়