Saturday, November 16

হুজুররা দেশটাকে খেয়ে ফেলেছে : চরমোনাই পীর

আগৈলঝাড়া (বরিশাল): ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, আল্লাাহতালা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টির সময়ই নারীদের মাথায় পুরুষের চেয়ে বুদ্ধি (ঘিলু) কম দিয়েছেন বিধায় নারীদের সম অধিকার দাবি অযৌক্তিক। নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইনও হওয়া উচিত। এ দেশে কয়টা নারী নির্যাতন হয় আর কয়টা পুরুষ নির্যাতন হয় তা আমি জানি। আমরা ক্ষমতায় আসলে পুরুষ নির্যাতন আইন পাশ করবো। শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর হাইস্কুল মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুফতি সৈয়দ মো. রেজাউল করীম একথা বলেন। তিনি এরও আরো বলেন, হুজুরা দেশটাকে খেয়ে ফেলেছে। দেশটাকে কারা খাইছে তা আপনারা বিভিন্ন পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছেন। টরকী বন্দর মুজাহিদ কমিটি ও এলাকাবাসির উদ্যোগে ওয়াজ মাহফিলে এস.এম নজরুল আমীন মন্টুর সভাপতিত্বে  প্রধান বক্তা ছিলেন মাদারীপুর পুলিশ লাইন জামে মসজিদের প্রধান খতিব  আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ার-উল-ইসলাম-জিহাদী।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়