Monday, November 4

বর্তমান নির্বাচন কমিশন নিরেপেক্ষ: প্রধানমন্ত্রী

ঢাকা: বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা পারতাম নির্বাচন কমিশন গঠন করতে, তা করিনি। সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান সবার সঙ্গে সংলাপ করে সার্চ কমিটি গঠন করেন। এই কমিটিই একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে।

সোমবার সকালে রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটয়ের (পিআইবি) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচন কমিশন গঠন হওয়ার পর ৫ হাজার ৮০৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ৬৪ হাজার ২৩ জন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এসব নির্বাচনে কোনো কারচুপির অভিযোগ নেই।
তিনি বলেন, এতোগুলো স্থানীয় নির্বাচন যদি এই কমিশনের অধীনে সুষ্ঠু হতে পারে, তাহলে কেনো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা পায়। তিনি বলেন, যারা হরতালে সংবাদকর্মীদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়