Wednesday, November 13

নাতিকে বাঁচাতে গিয়ে দাদী নিজেই খুন

গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পানপট্রি ইউনিয়নের গ্রামর্দ্দন নামক স্থানে সামান্য একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আজুদা বিবি (৭০) নামে একজন বৃদ্ধাকে কাঠের মুগুর দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১টায় পাশের বাড়ির চৌকিদার আবুল কালাম ও তার দুঃসম্পর্কের ভাগিনা আলম ও বাবুল সহ ভিকটিমের নাতি মাসুদকে খুঁজতে ভিক্টিমের বাড়ি যায় এবং ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে নাতি মাসুদ ঘর থেকে আওয়াজ দেয় এতো রাতে কে ? তখন বাহির থেকে উত্তর দেয়, আমি চৌকিদার আবুল কালাম। এর পরে নাতি মাসুদ তার বাবা আইয়ুব দালালকে ঘুম থেকে উঠতে বলে। পরে মাসুদের বাবা ঘরের দরজা খুলে দেখে আবুল কালাম চৌকিদার, আলম ও বাবুল দাঁড়িয়ে আছে। তখন আবুল কালাম চৌকিদার মাসুদের বাবাকে বলে যে, কিছুক্ষন আগে মাসুদ একটি মোবাইল চুরি করেছে। এর পরেই মাসুদ ও আলমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমের কাছে থাকা একটি কাঠের মুগুর দিয়ে আলম মাসুদকে আঘাত করতে থাকে। মাসুদের বাবা তখন ছেলেকে বাঁচাবার জন্য চেষ্টা করে ও ডাক চিৎকার করলে মাসুদের দাদী এসে নাতিকে বাঁচাবার জন্য নাতির উপর ঝাঁপিয়ে পড়লে আলমের হাতে থাকা কাঠের মুগুরের আঘাত মাসুদের দাদীর পাজরে লাগলেই সংঙ্গে সংঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনা স্থলেই মারা যায়। এ ব্যাপারে ভিক্টিমের ছেলে আলতাফ মিয়া বাদী হয়ে আলম ও আবুল কালাম চৌকিদারকে আসামী করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেছেন যার মামলা নং- ৭২১। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার পাল-এর নির্দেশে আসামী আবুল কালাম চৌকিদারকে গ্রেপ্তার করা হয়। অপর আসামী আলমকে এখনও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়