Saturday, October 5

মালালা ইউসুফ পলিত্কোভস্কায়া পুরস্কারে ভূষিত হলেন

ঢাকা : তালিবানদের দ্বারা মাথায় জখম হওয়া পাকিস্তানি বালিকা মালালা ইউসুফজান শুক্রবার লন্ডনে আন্না পলিত্কোভস্কির নামাঙ্কিত মানবাধিকার রক্ষাকর্মীর পুরস্কারে ভূষিত হয়েছে।

‘রিচ অল উওমেন ইন ওয়্যার’ নামক মানবাধিকার সংস্থা এই পুরস্কারের প্রবর্তণ করেছে। আন্না পলিত্কোভস্কি ২০০২ সালের ২৫শে অক্টোবর যখন মস্কোয় চেচেন জঙ্গীরা একটি ভীড়েঠাসা থিয়েটার হল দখল করে সকলকে পণবন্দী করে রেখেছিল কয়েকদিন ধরে, তখন তাদের সাথে সমঝোতার আলোচনা করতে সেখানে গিয়েছিলেন। ২০০৬ সালে নিজের বাসভবনে ঠোকার সময় তাকে লিফটের ভেতর গুলি করে হত্যা করা হয়েছিল। মালালাকে বিজয়িনী ঘোষণা করা হয়েছে – “যখন অন্যরা মুখ খুলতে ভয় পাচ্ছিল, তখন অকপটে বাস্তব সত্য প্রচার করার সাহসিকতা প্রদর্শনের জন্য”।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়