Saturday, October 5

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : তোফায়েল আহম্মেদ

মিরসরাই : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহম্মেদ এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর নয়। বতর্মান সংসদ বহাল রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 
শনিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় এবং উপজেলা সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমএ সালাম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মহি উদ্দিন রাশেদ, ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, আ’লীগ নেতা ভিপি নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ হাসান, মিরসরাই পৌর আ’লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, শাহীনুল কাদের চৌধুরী, নুরুল আনোয়ার সবুজ, সাইফুল ইসলাম খোকা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন সোহেল প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়