ময়মনসিংহ : ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন গফরগাঁও উপজেলার কমপক্ষে ২০ হাজার সবজি চাষী। পণ্য পরিবহন করতে না পেরে তারা পানির দরে সবজি বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা। বিক্রি না হওয়া কযেক লাখ টাকার সবজি নষ্ট হচ্ছে বলে জানান কৃষকরা।
জানা যায়, উপজেলায় সবচেয়ে বড় সবজি হাট সালটিয়া কাঁচা বাজার। এ বাজারে প্রতিদিন সকালে উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার সবজি চাষী শসা, শিম, টমেটো, গাজর, লালশাক, লাউ, পাটশাক, মুলাসহ বিভিন্ন জাতের প্রায় ৩০/৩৫ টন সবজি নিযে আসে বিক্রির জন্য । সাধারনত রাজধানী ঢাকার পাইকাররা এখান থেকে সবজি কিনে যায়। প্রতিদিন এ বাজারে গড়ে ১০লাখ টাকার সবজি বেচাকেনা হয়। সবজি ভান্ডার হিসেবে পরিচিত চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ফজলুল হক, জাহাঙ্গীর, নাছির উদ্দিন জানান, চরাঞ্চলের বেশির ভাগ মানুষ সবজি চাষের সাথে জড়িত। আমরা বাজারে সবজি এনে হরতালের কারনে পানির ধরে বিক্রি করেছি। হরতালের আগে প্রতি কেজি শসা ৩০ টাকা কেজি বিক্রি করলেও গতকাল মঙ্গলবার বিক্রি করেছি ১০ টাকা কেজি ধরে। প্রতি কেজিতে আমাদের লোকসান হয়েছে ২০ টাকা। সালটিয়া কাঁচা বাজারের ইজারাদার আমান উল্লাহ জানান, প্রতিদিন এই সবজি হাট থেকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পাইকাররা কমপক্ষে ৫ ট্রাক সবজি চাষীদের কাছ থেকে কিনে যায়। প্রতি ট্রাক সবজির মূল্য ২ লাখ টাকা। গত ৩ দিনে হরতালের কারনে পরিবহন করতে না পারায় এ হাট থেকে এক কেজি সবজিও বাইরের পাইকাররা কিনে নাই। উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হরতালের কারনে সবজি বিক্রি করতে না পেরে গত ৩ দিনে সবজি চাষীদের আর্থিকভাবে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।--ডিনিউজ
জানা যায়, উপজেলায় সবচেয়ে বড় সবজি হাট সালটিয়া কাঁচা বাজার। এ বাজারে প্রতিদিন সকালে উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার সবজি চাষী শসা, শিম, টমেটো, গাজর, লালশাক, লাউ, পাটশাক, মুলাসহ বিভিন্ন জাতের প্রায় ৩০/৩৫ টন সবজি নিযে আসে বিক্রির জন্য । সাধারনত রাজধানী ঢাকার পাইকাররা এখান থেকে সবজি কিনে যায়। প্রতিদিন এ বাজারে গড়ে ১০লাখ টাকার সবজি বেচাকেনা হয়। সবজি ভান্ডার হিসেবে পরিচিত চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ফজলুল হক, জাহাঙ্গীর, নাছির উদ্দিন জানান, চরাঞ্চলের বেশির ভাগ মানুষ সবজি চাষের সাথে জড়িত। আমরা বাজারে সবজি এনে হরতালের কারনে পানির ধরে বিক্রি করেছি। হরতালের আগে প্রতি কেজি শসা ৩০ টাকা কেজি বিক্রি করলেও গতকাল মঙ্গলবার বিক্রি করেছি ১০ টাকা কেজি ধরে। প্রতি কেজিতে আমাদের লোকসান হয়েছে ২০ টাকা। সালটিয়া কাঁচা বাজারের ইজারাদার আমান উল্লাহ জানান, প্রতিদিন এই সবজি হাট থেকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পাইকাররা কমপক্ষে ৫ ট্রাক সবজি চাষীদের কাছ থেকে কিনে যায়। প্রতি ট্রাক সবজির মূল্য ২ লাখ টাকা। গত ৩ দিনে হরতালের কারনে পরিবহন করতে না পারায় এ হাট থেকে এক কেজি সবজিও বাইরের পাইকাররা কিনে নাই। উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, হরতালের কারনে সবজি বিক্রি করতে না পেরে গত ৩ দিনে সবজি চাষীদের আর্থিকভাবে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়