Saturday, October 26

ইসলামাবাদ আমেরিকাকে কখনোই ড্রোন হামলার অনুমতি দেয়নি


আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সরকার ড্রোন হামলা চালানোর অনুমতি কখনোই দেয়নি বলে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন জাতিসংঘে নিয়োজিত পাক রাষ্ট্রদূত মাসুদ খান। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে শিশু অধিকার সংরক্ষণ বিষয়ক এক বির্তকে এ ঘোষণা দেন  তিনি।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত এ জাতীয় ড্রোন হামলার মাধ্যমে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে বলে জানান তিনি।


এর আগে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের খবরে দাবি করা হয়েছিল, পাকিস্তান সরকার দেশটির উপজাতি অধ্যূষিত এলাকাগুলোতে বছরের পর বছর ধরে ড্রোন হামলা চালানোর জন্য আমেরিকাকে অনুমতি দিয়ে রেখেছে। ওই খবরের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন মাসুদ খান।

তিনি বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই ড্রোন হামলা চালানোর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো অনুমোদন কখনোই  দেয়নি পাকিস্তান সরকার। একই সঙ্গে তিনি অবিলম্বে ড্রোন হামলা বন্ধের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়