Wednesday, September 4

সন্ত্রাসীর বিরোধে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি

পাইকগাছা (খুলনা):  ২ লাখ টাকা চাঁদার দাবী পূরণ না করায় গত ৪ আগষ্ট খুলনার পাইকগাছায় ইট ভাটা মালিক অখিল বন্ধু ঘোষকে তার বাড়ীর উঠানে কুপিয়ে মারাত্বক জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় অখিল বন্ধু চিকিৎসা শেষে গত ১৪ আগস্ট পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বাদী হয়ে ৫ জনের নামে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত পাইকগাছা থানার অফিসার ইনচার্জকে এফ, আই, আর হিসাবে মামলাটি গন্যকরার জন্য নির্দেশ প্রদান করেন। মামলা নং-২৬। মামালার আসামীরা হল উপজেলার শ্যামনগর গ্রামের বাকের গাজীর পুত্র সাদ্দাম গাজী, বিরাশী গ্রামের শাহজাহান মোড়লের পুত্র মোবারেক মোড়ল, করিম সরদারের পুত্র আব্দুল্লাহ সরদার, সিলেমানপুর গ্রামের শহর আলী মোল্যার পুত্র কালাম মোল্লা, শামছের সরদারের পুত্র মনিরুল সরদার সহ অজ্ঞতনামা ৪/৫ জন। আসামীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাদী প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে করে অখিল বন্ধু ঘোষ ও তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। 
    মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাহমুদকাটি যমুনা ব্রিকস ফিল্ড ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত ২৭ জুন রাত ৮টার সময় অখিল বন্ধু ঘোষ বাড়ী ফেরার পথে বিরাশী মোড় পার হলে সাদ্দাম গাজী, মোবারক মোড়ল, কালাম মোল্লা তার মটর সাইকেল থামিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবী করে। এক সপ্তাহের মধ্যে টাকা না দিলে বা পুলিশকে জানালে জীবনে শেষ করিয়া দেবে বলে হুমকি প্রদর্শণ করে। ঘটনার দিন ৪আগস্ট মামলার বাদী অখিল বন্ধু ঘোষ আবুল হোসেনকে সঙ্গে নিয়ে ব্রিকস ফিল্ড হতে ৩০ হাজার টাকা নিয়ে নিজস্ব মটর সাইকেল যোগে রাত ৮টা ১৫ মিনিটে নিজ বাড়ীর উঠানে পৌছানো মাত্রই আসামীরা চাঁদার টাকা না দেওয়ায় দা, চাইনিজ কুড়াল, চাপাতি, দিয়ে এলোপাতাড়ি কোপাত থাকে। এতে অখিল বন্ধুর মাথা, হাত, পা, সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্বকভাবে জখম হয়। এ সময় আসামী আব্দুলাহ ও মনিরুল তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে বাড়ীর পূজা মন্দিরের সামনে নিয়ে যায়। এ সময় বাদী ও আবুল হোসেনের চিৎকারে আশ পাশ হতে লোক জন এগিয়ে আসতে থাকলে আসামী আব্দুল্লাহ কাটা বন্দুক দিয়ে গুলি করে ত্রাস সৃষ্টি করে। আসামীরা বাদীর কাছে থাকা ৩০হাজার টাকা, একটি মোবাইল সেট, একটি সোনার আংটি ও আবুল হোসেনের কাছ থেকে মোবাইল নিয়ে মামলা করলে ছেলেকে অপরহরণ সহ বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে চলে যায়। জানা গেছে, ইতিপূর্বে তার উপর একবার হামলা হয়েছে। এ ব্যাপারে পাইকগাছা থানার ওসি এম, মশিউর রহমান জানান, আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে আছে। তবে আসামীদের প্রতি থানার নজরদারী আছে এবং বাদীর নিরাপত্তা ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশ সব সময় তৎপর রয়েছে।---ডিনিউজ


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়