Monday, September 23

নাটোরে জামায়াতের মিছিলে পুলিশের বাধা : লাঠিচার্জ ইটপাটকেল নিক্ষেপ


নাটোর: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লাসহ আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে নাটোরে জামায়াতের মিছিলে বাধা প্রদান ও লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশের লাঠিচার্জের জবাবে ইট পাটকেল নিক্ষেপ ও বাঁধা উপেক্ষা করে মিছিল সমাবেশ করেছে জামায়াত শিবিরের নেতাকর্মিরা।  
সোমবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের চকরামপুর এলাকা থেকে নাটোর শহর জ্যামায়াতের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। মিছিলটি শহরের মাদরাসা মোড়ে আসলে পুলিশ মিছিলকারীদের সামনের দিকে অগ্রসর হতে বাঁধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ হালকা লাঠিচার্জ করলে তার জবাবে জামায়াত শিবিরের নেতাকর্মিরা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ ও মিছিলকারীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে । এ সময় পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিল সহকারে মাদরাসা মোড় গোল চত্তর প্রদক্ষিণ শেষে নাটোর-ঢাকা মহাসড়কের চকরামপুর এলাকায় রাস্তা অবরোধ করে সমাবেশ করে তারা। এ সময় বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, অফিস সম্পাদক অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, শহর আমীর আতিকুল ইসলাম রাসেল ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আল মাসুদ মিলন। এদিকে একই দাবীতে সোমবার মিছিল সমাবেশ করেছে জেলার বড়াইগ্রাম, গুরুদাসপুর ও বাগাতিপাড়ায়  উপজেলা জামায়াতে ইসলামী।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়