Thursday, September 12

কানাইঘাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:
মৎস্য মন্ত্রণালয়ের অর্থায়নে কানাইঘাট উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার কানাইঘাট নকলা নদী উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। প্রায় লক্ষাধিক টাকার রুই, কাতলা, মৃগেল মাছের পোনা উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, কৃষি কর্মকর্তা সোহেব আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, মৎস্য অফিসের সহকারী হানিফ আহমদসহ উক্ত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়