নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেট আগমন উপলক্ষ্যে গোলাপগঞ্জের জনসভা বাস্তবায়ন ও নেতাকর্মীদের অংশগ্রহণের লক্ষ্যে গতকাল বিকেল ৫ ঘটিকার সময় কানাইঘাট ডাক বাংলোয় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আ’লীগের সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, মাসুদ আহমদ, আব্দুস সাত্তার, এডভোকেট মামুন রশিদ, ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেইন, ডাঃ বিলাল আহমদ, জালাল আহমদ, আফতাব উদ্দিন, ফারুক আহমদ চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত হয় যে, গোলাপগঞ্জে প্রধানমন্ত্রীর আগামী কালকের জনসভা বাস্তবায়নে কানাইঘাট উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করে জনসভাকে সফল করতে সকলের সহযোগিতার আহ্বায়ন জানানো হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়