ঢাকা: চলতি বছরের শেষ নাগাদ আবার বুলাভা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া। গত ৬ সেপ্টেম্বর এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হওয়ার পর নতুন করে তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
সাম্প্রতিক ব্যর্থ পরীক্ষার পর একটি সামুদ্রিক নৌমহড়াও বাতিল করেছে রাশিয়া। ৬ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্র পরীক্ষার দ্বিতীয় মিনিটেই তা ভূমিতে পড়ে যায়। পরমাণু শক্তিচালিত আলেকজান্ডার নেভেস্কি সাবমেরিন থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। পরবর্তী পরীক্ষা চালানো হতে পারে তিনটি বোরে-ক্লাস সাবমেরিন থেকে।
এদিকে, বুলাভা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থতা হওয়ার কারণ খতিয়ে দেখতে রুশ নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্টোর চিরকভের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে এ কমিটি তদন্ত শেষ করবে।
এর আগেও কয়েক দফা ব্যর্থ হয়েছে বুলাভা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা। তারপরও রুশ কর্মকর্তারা বলছেন, এ ক্ষেপণাস্ত্রের কোনো বিকল্প নেই।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়