Tuesday, September 10

জামালপুরে নারীদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার

জামালপুর : "নারীও মানুষ হচ্ছে, মানুষের কাতারে দাঁড়াতে সাহসী হয়ে উঠছে। নারীর প্রতি সহিংসতা রোধসহ নারী ও পুরুষের বৈষম্য নারীদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার।" 

মঙ্গলবার বিকালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত “নারীর অগ্রযাত্রা- ধর্মীয় মূল্যবোধ ও আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাঁধা নয়, বরং পরিপূরক” শীর্ষক এক অন্তরঙ্গ সংলাপে আলোচকরা এই অভিমত ব্যক্ত করেছেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জামালপুর সদর উপজেলা প্রশাসন এই অন্তরঙ্গ সংলাপের আয়োজন করে। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে পুরো সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুরের জেলা প্রশাসক মো. দেলওয়ার হায়দার।

অনুষ্ঠানের শুরুতে কুসুমের আত্মকথা নামে একটি ভিডিও নাট্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সঞ্চালক “নারীর অগ্রযাত্রা- ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয়, রবং পরিপূরক” প্রতিপাদ্য বিষয় বিশ্লেষন করে বক্তব্য তুলে ধরেন।
তিনি পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের উদ্বৃতি দিয়ে বলেন, ইসলাম ধর্মে নারীকে মানুষ বলা হয়েছে এবং নারী ও পুরুষের সমান অধিকারের কথাও রয়েছে।'
তিনি ইসলাম ধর্মের পর্দা প্রথা নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা প্রসঙ্গে বলেন, 'আল্লাহ মোমেন পুরুষ ও নারীকে একই সঙ্গে দৃষ্টি সংযত এবং লজ্জাস্থান (যৌনাঙ্গ) হেফাজত করার কথা বলেছেন। তিনি আরও বলেন বর্তমান সরকারের আমলে নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। নারীরা এখন সর্বক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। দেশের প্রধান মন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সংসদের উপনেতা, সংসদের স্পীকারসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে নারীরা আজ অধিষ্ঠিত হয়েছে।'
তিনি সকল স্তরে নারীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য আহ্বান জানান।
সংলাপে অন্যান্যের মধ্যে অংশ নেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদ প্রতিনিধি মোস্তফা বাবুল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. লূৎফুন কবীর, সনাকের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শামীম আরা, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী রাশেদা ফারুকী, জামালপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কৃষিবিদ রায়হানা রহমান লতা প্রমুখ। সংলাপ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসহ বিভিন্ন সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়