Tuesday, September 24

পাবনার বোমা বিস্ফোরণে পাঁচ শিবির কর্মী আহত


পাবনা: পাবনার ঈশ্বরদীতে বোমা তৈরির সময় বিস্ফোরনে পাঁচ শিবির কর্মী আহত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া গ্রামের পশ্চিম খাঁ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঈশ্বরদী থানা পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। 
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাতে একদল শিবিরকর্মী পদ্মা নদীর মাজদিয়া ঘাট এলাকায় বসে বোমা তৈরি করছিল। সে সময় হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়ে পাঁচ শিবির কর্মী আহত হয়। আহতরা হলো ওই গ্রামের হযরত আলীর ছেলে মিজানুর রহমান (২৪), কেরামত আলীর ছেলে ওমর আলী (২৫), আব্দুল কদেরের ছেলে আসাদ (২৫), ছাইফুদ্দিনের ছেলে নাফিউর রহমান (২৪) ও খবির উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন (২৩)। এরা সবাই শিবির কর্মী বলে এলাকাবাসী জানায়। আহতদের মধ্যে মিজানুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিরা নিজ উদ্যোগে ঈশ্বরদী এলাকার বাহিরে চিকিৎসা সেবা নিচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে উল্লেখিত নাম গুলো নিয়ে তদন্ত না করে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না বলেও তিনি জানান।  ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়