ঢাকা : বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রত্যেক ধর্মের মূল কথা হল অদৃশ্য একক শক্তিতে অবিচল বিশ্বাস। প্রত্যেক ধর্মে পরকালীন জবাবদিহিতার ব্যাপারে সতর্ক করা হয়েছে। আর ধর্মের পূর্ণ অনুসরনকারী প্রত্যেক ব্যাক্তি স্রষ্টারকাছে জবাবদিকতাকে ভয় করে বলেই কোন দুর্নীতি, অন্যায়, অপরাধ ও অবৈধ কাজের সাথে জড়াতে পারে না।
তিনি বলেন, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হাজার বছরের। যারা এই ধারাকে ব্যাহত করে সাম্প্রদায়িক বীজের অংকুর আবিষ্কার করতে চায় তারা মূলত এদেশের শান্তিশৃংখলা বিনষ্টের গভীর ষড়যন্ত্র করছে। এ বিষয়ে ধর্মপ্রান জনগনকে সজাক দৃষ্টি রাখতে হবে।
আজ সোমবার দুপুরে নয়াপল্টনস্থ নিজস্ব কার্য়ালয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দের সাথে সারদীয় দুর্গাউৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে বাজিদপুর-নিকলীর সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি ও ১৮ দলীয় জোট রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে হিন্দু কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ দেশের হিন্দু সমাজের কল্যাণে যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।
বাবু স্বপন কুমার সাহা দেশবাসীকে সারদীয় দুর্গাউৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি। এখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কোন বিভাজন নেই, বিভাজন থাকতে পারে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের নাগরিক এটাই আমাদের বড় পরিচয়। বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে ঈদ ও দুর্গাপুজায় মুসলিম সম্প্রদায় ও সনাতনী সম্প্রদায়ের মানুষ আনন্দ ভাগাভাগি করে উপভোগ করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, জাতীয়তাবাদী স্বনির্ভর দলের সাধারন সম্পাদক হাজী মাসুদ, বিশিষ্ট বুদ্ধিজীবী এডভোকেট অঞ্জন বনিক, জাতীয় ছাত্রদল সভাপতি এম.এন. শাওন সাদেকী, বাজিতপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, নিকলী উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাপস সাহা অপু, কিশোরগঞ্জ জেলা জিয়া পরিষদ সভাপতি জীবন চন্দ্র দাস, সুশিল চন্দ্র তালুকদার, অজিৎ দাস প্রমুখ।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়