মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-সিলেট মাহসড়কের নোয়াপাড়া বাসষ্ট্যান্ড সাহেব বাড়ি এলাকা থেকে শনিবার ভোর রাতে দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ব্রাহ্মণশাসন গ্রামের মুজিবুরের ছেলে হাফিজুল (২৫) একই গ্রামের আব্দুল বাছিদের ছেলে আলমগীর (২০), নুর পুর গ্রামের কাচা মিয়ার ছেলে রফিক (২৫) ও মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের আব্দুল জলিলের ছেলে সুমন মিয়া (২০)। ওসি অমল কুমার ধর জানান, ধৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। ---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়