Sunday, September 15

সংবাদপত্র অষ্টম মজুরি বোর্ড গেজেট প্রকাশ

ঢাকা : অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের প্রতিবেদন আজ রবিবার গেজেট আকারে প্রকাশিত হয়েছে এবং তা গেজেট প্রকাশের তারিখ হতে কার্যকর হয়েছে। এই রোয়েদাদ 'অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড' রোয়েদাদ, ২০১৩ নামে অভিহিত হবে। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী ও প্রেস শ্রমিকদের জীবন মানের সাথে সংগতি রেখে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার গত ২০১২ সালের ১৮ জুন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হককে চেয়ারম্যান করে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করে।

মজুরি বোর্ড গত ৩০ জুন সরকারের কাছে বোর্ডের সুপারিশ পেশ করে এবং পরীক্ষা-নিরীক্ষা করে বাস্তব অবস্থার আলোকে সরকার নির্ধারিত সময়ের পূর্বেই 'অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড' রোয়েদাদ, ২০১৩ ঘোষণা করে। গেজেটের কপি তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খবর বাসসের।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়