Monday, September 9

ফেলানী হত্যা রায়ের প্রতিবাদে মানববন্ধন

ফেলানী হত্যার রায় প্রত্যাখ্যান করে গুলশানস্থ ভারতীয় হাইকমিশনের সামনে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। সোমবার বেলা ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রের ব্যানারে ২৫-৩০ জন শিক্ষার্থী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে তারা ফেলানী হত্যার রায় প্রত্যাখান করে অবিলম্বে এর দোষীকে বিচারের আওতায় আনার দাবি জানান। সে সাথে ভারত সরকারের কাছে সীমান্তে বিএসএফ কর্তৃক মানুষ হত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এধরনের হত্যাযজ্ঞ বন্ধের অনুরোধ জানান।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "পুলিশের অনুমতি সাপেক্ষে ভারতীয় হাইকমিশন সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আধাঘণ্টা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে তারা চলে যায়।"---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়