Thursday, September 5

বিএনপির কাজ মিথ্যা বলা আর ভাওতাবাজি করা : প্রধানমন্ত্রী

রাজশাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির কাজ মিথ্যা বলা আর ভাওতাবাজি করা। বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিলো তখন ওই এ এলাকা ছিল জঙ্গীবাদের এলাকা। খুন, হত্যাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকা- ছিল এখানকার নিত্যদিনের ঘটনা। কেউ শান্তিতে ঘুমাতে পারতেন না। বিএনপি মানে সন্ত্রাস, বিএনপির মানেই দুর্নীতি। জামায়াত-বিএনপি জোট সরকার সন্ত্রাসীদের লালন-পালন করে। তাদের আমলে রক্তাক্ত জনপদ ছিল এই বাগমারা।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাগমারায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বাগমারাবাসিকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা যে আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন তা বিফলে যায় নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এখানে সন্ত্রাসের রাজত্ব শেষ হয়েছে। এলাকার মানুষ শান্তিতে বাস করছেন। আজ এখানে উন্নয়ন হয়েছে।
প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী সম্পর্কে বলেন, বেগম খালেদা জিয়া এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে পাশ করেছিলেন। একটি হলো গণিত বিষয়ে অপরটি হলো উর্দু ভাষা বিষয়ে। দুনীতির টাকা-পয়সার হিসাব তিনি আগে থেকে ভালো রাখতে পারতেন বলেই গনিতে পাশ করেছিলেন। আর আগে থেকেই পেয়ারে পাকিস্তান থাকার কারণে তিনি উর্দু ভাষায় পাশ করেছিলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছিল। আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট হেফাজতে ইসলামে সঙ্গে নিয়ে মসজিদে কোরআন পুড়িয়েছে। সারা পৃথিবীর ইতিহাসে এতো কোরআন পোড়ানোর ঘটনা আর নেই। যারা কোরআন পোড়ায় তারা কি করে ইসলামের হেফাজত করতে পারে। তারা মিথ্যা অপ্রচার করে জনগণকে ভিভ্রান্ত করার চেষ্টা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- তুলে ধরে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চান।
বাংলাদেশ আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেন, ‘বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা মুক্ত আধুনিক বাংলাদেশ দেখতে চায়। আর তা সম্ভব বর্তমান সরকারের মাধ্যেমেই।’
আওয়ামী লীগের উপদেষ্টা ম-লির সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘একদিন বাংলা ভায়ের অত্যাচার এ অঞ্চলের মানুষ অতিষ্ট ছিল। প্রকাশ্য দিবালোকে বাংলা ভাই নামে ওই জঙ্গি মানুষকে গাছে ঝুলিয়ে জবাই করে হত্যা করেছে। বিএনপির জামায়াত সরকার আশ্রয়-প্রশ্রয় দিয়েছেল বাংলাভাইকে।’
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার নির্বাচন করে প্রমান করে দিয়েছে এদেশে তত্ত্ববধায়ক সরকার ছাড়াই নির্বাচন সম্ভব। এদেশের মানুষ এখন বুঝতে শিখেছে। এ দেশের মানুষ আবার নৌকা মার্কার ভোট দিবে।’
জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, দিনাজপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন ইসলাম। জনসভায় সভাপতিত্ব করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। তিনি বাগমারায় আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
 এর আগে প্রধানমন্ত্রী বাগমারায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স উদ্বোধনসহ রাজশাহী নগরীসহ ৯টি উপজেলার ৩৮টি বিভিন্ন স্থাপনার উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সেনানিবাসে আসেন। সেখানে অনুষ্ঠান শেষে তিনি দুপুরে বাগমারায় যান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়