নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভাস্থ রায়গড়ে অবস্থিত কানাইঘাট পাবলিক হাইস্কুলের নতুন একাডেমিক কক্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার বেলা ২টায় বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলার রহিম উদ্দিন ভরসার সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক মাষ্টার ইয়াহিয়ার পরিচালনায় উক্ত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সদর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ। এছাড়া অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী স্কুলের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার জন্য ৫০হাজার টাকার অনুদানের ঘোষণা করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়