Wednesday, September 4

সিরিয়া সংক্রান্ত শান্তি সম্মেলন দ্রুত আয়োজন করার আহবান বান কি মুনের

ঢাকা : বিশ্ব পরাশক্তির দেশে ও মধ্যপ্রাচ্যের নেতাদের খুব দ্রুত সিরিয়া সংকট সমাধানের জন্য জেনেভা-২ শান্তি সম্মেলন আয়োজন করার আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বান কি মুন আরো বলেন, সেন্ট পিটার্সবুর্গে কাল থেকে শুরু হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে সিরিয়া বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

জাতিসংঘ মহাসচিব বলেন, সিরিয়া যুদ্ধের একটা ইতি টানা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়