Wednesday, August 14

তালেবান হুমকিকে অগ্রাহ্য করে ৩ উগ্রবাদীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

ঢাকা : পাকিস্তানের তেহরিক-ই তালেবান বা টিটিপি’র হুমকিকে অগ্রাহ্য করে আটক আসামীদের মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খান দেশটির ইংরেজি দৈনিক ডনকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, সাড়ে চারশ আসামীর প্রাণদণ্ড কার্যকর করার অপেক্ষায় রয়েছে; এ সব দণ্ড যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। আইন যেন তার নিজস্ব ধারায় চলতে পারে তাই পাক সরকার এ সব দণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

টিটিপি’র দণ্ডপ্রাপ্ত গেরিলাদের ফাঁসি দিলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে বলে নওয়াজ শরীফ সরকারের প্রতি এর আগে হুশিয়ারি উচ্চারণ করেছে এ সংগঠন।

টিটিপি বলেছে, কারাগারে আটক তালেবান নেতাদের কাউকে যদি ফাঁসি দেয়া হয় তাহলে পাক সরকার যুদ্ধাবস্থায় আছে বলে ধরে নেয়া হবে এবং সে অনুযায়ী জবাব দেয়া হবে।

বিদায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এসব দাগী আসামির ফাঁসির আদেশ পাঁচ বছরের জন্য স্থগিত করেছিলেন। এ মাসেই ওই স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী সিনেটর পারভিজ রাশিদ বলেছেন, আদালত এ সব প্রাণদণ্ড দিয়েছে নওয়াজ শরিফের সরকার দেয়নি।

তিনি আরো বলেন, তালেবান হুমকি মোকাবেলায় যে কৌশল নেয়া হয়েছে তা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ করা সম্ভব নয়।

এদিকে, আগামী সপ্তাহে শুক্কুর কেন্দ্রীয় কারাগারে নিষিদ্ধ ঘোষিত সাম্প্রদায়িক গোষ্ঠী লস্কর-ই জাংভির তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

এ সব মৃত্যুদণ্ড, আগামী ২০, ২১ ও ২২ আগস্ট এসব বন্দীর কার্যকর করা হবে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়