Monday, August 19

৫২ কমিটির আহ্বায়কদের সঙ্গে খালেদার জিয়ার বৈঠক আজ


ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির পক্ষে জনমত গঠনে সারা দেশে ৫২টি আহ্বায়ক কমিটি গঠন করেছে দলটি। এসব কমিটির আহ্বায়কদের সঙ্গে সোমবার রাতে বৈঠক করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

আগামী দিনে বিএনপির পক্ষে জনমত গঠনে কমিটিগুলো কিভাবে কাজ করবে সেসব বিষয়ে দিক নির্দেশনা দিতেই এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, সরকারের বিভিন্ন ব্যর্থতা জনগণের কাছে তুলে ধরার কাজ করবে বিএনপির গঠিত এই ৫২টি কমিটি। সরকারের বিভিন্ন অন্যায় ও অন্যান্য কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার যৌক্তিকতা তুলে ধরবে এসব কমিটি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়