Monday, August 19

বরিশালে ম্যাজিস্ট্রেটকে ব্যবসায়ীদের ঘেরাও


বরিশাল: বরিশালে অতিরিক্ত জরিমানার অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘেরাও করেছে ব্যবসায়ীরা। এসময় দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট পলিথিন রাখার অভিযোগে বটতলা এলাকায় মনিরুজ্জামান নয়ন নামে এক ব্যবসায়ীকে আটক করতে চাইলে সেখানকার সকল দোকান বন্ধ করে দিয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। কোতয়ালী থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন এ তথ্যের সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে জরিমানার টাকা কমিয়ে ওই দোকানদারকে ছেড়ে দেয়া হয়।
বটতলা বাজারের ব্যবসায়ী নান্টু জানান, সোমবার বেলা ১২ টার দিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় ভ্রাম্যমান আদালত বটতলা এলাকার বিভিন্ন দোকানে পলিথিন রাখার অভিযোগে জরিমানা করেন। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আল মুক্তাদির হোসেন ও পাপিয়া সুলতানা সেখানকার জামান স্টোর্স এ পলিথিন পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু জরিমানার অংক অতিরিক্ত হওয়ার অভিযোগে ম্যাজিস্ট্রেটদের সাথে তর্কে জড়িয়ে পরেন দোকান মালিক মনিরুজ্জামান নয়ন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়নকে আটক করতে চাইলে বিক্ষুব্ধ হয়ে ওঠে ব্যাসায়ীরা। এক পর্যায়ে ওই এলাকার অর্ধশত দোকান বন্ধ করে দিয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে অতিরিক্ত ফোর্স তলব করা হয়। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল- মোক্তাদির ব্যস্ততার অজুহাত দেখিয়ে কোন মন্তব্য করতে চাননি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়