Tuesday, August 20

বিএনপির আন্দোলনের সাহস নেই, ক্ষমতাও নেই : কামরুল


ঢাকা: আন্দোলনের সাহস বিএনপির নেই বলে মন্তব্য করেছেন সরকারের  আইন প্রতিমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই, সাহসও নেই। তাদের নেতা কর্মীরা আন্দোলন করতে চায় না। তারা নির্বাচন চায়। দ্য টাইমস

 

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। আগামী ৩০ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে নগর আওয়ামী লীগের জনসভা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করে তারা।

 

এ্যাড. কামরুল ইসলাম বলেন, রমযানের আগে থেকেই বিএনপি হুমকি দিয়ে আসছে ঈদের পর কঠোর কঠোর কর্মসূচি দিবে। সরকার পতনের একদফা আন্দোলনে নামবে তারা। আমরা বলেছি আর যাই হোক বিএনপিকে দিয়ে আন্দোলন হবে না। আমাদের কথাই সত্য প্রমাণীত হয়েছে। তারা নামমাত্র কিছু কর্মসূচি দিয়েছে।

 

তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলন করতে জানে। আগামী ৩০ আগস্টের জনসভার পর আমরা তা বিএনপিকে দেখিয়ে দিব। এই জনসভার মাধ্যমে আমরা নির্বাচনি যুদ্ধ শুরু করতে চাই।

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বেগম জিয়ার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও অশালীন। তার এ বক্তব্যে আমরা হতভম্ব হয়েছি।

 

নগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এলজিইডি প্রতিপ্রন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইফুজ্জামান শেখর, বক্তব্য রাখেন নগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক হাজী মো: সেলিম, সাগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়