Friday, August 2

কানাইঘাটে বাল্য বিয়ে: বর-কনে ও কাজীসহ আটক ৪

নিজাম উদ্দিন:
 কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার ইউপির লন্তিরমাটি গ্রামের ৫৫ বছরের বৃদ্ধ আনোয়ার হোসেনের সাথে সাতবাঁক ইউপির লালারচক গ্রামের আজিজুর রহমানের শিশু কন্যা সেলিনা বেগম (১৩)’র বাল্যবিবাহের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। জানা যায়, সেলিনার পিতা আজিজুর রহমান তার মা সফিনা বেগমকে কয়েক বছর পূর্বে ডিভোর্স দেন। ডিভোর্সের পর উজান বারাপৈত গ্রামের এবাদুর রহমানের সাথে সেলিনার মা সফিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর শিশু সেলিনা পালক পিতা ও মায়ের তত্ত্বাবধানে বেড়ে উঠে। এদিকে বিপতœীক আনোয়ার হোসেন ঘটকের মাধ্যমে সুন্দরী সেলিনার খবর পেয়ে তাকে দেখতে আসেন। সেলিনার সৌন্দর্য্যে আকৃষ্ট হয়ে তিনি সেলিনাকে বিয়ে করার বিষয়টি চূড়ান্ত করতে চান। কিন্তু বাঁধ সাজে সেলিনার বয়স। ১৩ বছরের শিশু কন্যা সেলিনাকে কিভাবে ৫৫ বছরের বৃদ্ধ আনোয়ার হোসেন স্ত্রী হিসেবে পেতে পারেন সেজন্য তিনি বিভিন্ন কুট-কৌশলের আশ্রয় নেন। অবশেষে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন সনদপত্রে সেলিনার বয়স ১৮ বছর দেখিয়ে ৩নং দিঘীরপার ইউপির কাজী ফখরুদ্দিনের কার্যালয়ে গত ২২ জুলাই কাবিন রেজিষ্টারীর মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়। পরবর্তীতে মেয়ের প্রকৃত পিতা আজিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বাল্যবিবাহ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও এসএম সোহরাব হোসেন সংশ্লিষ্ট কাজী, বর-কনেসহ চারজনকে নোটিশের মাধ্যমে তাঁর কার্যালয়ে উপস্থিত করে মোবাইলকোর্ট বসিয়ে বাল্যবিবাহের অপরাধে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা/অনাদায়ে এক মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন। বিবাদীরা ১ হাজার টাকা করে জরিমানা প্রদান পূর্বক মুক্তি লাভ করেন। এদিকে ৫৫ বছরের বৃদ্ধ ১৩ বছরের শিশু কন্যাকে স্ত্রী হিসেবে পুনরায় ফিরে পাওয়ায় সচেতন মহল বিষ্ময় প্রকাশ করেছেন। তারা বলছেন, এতে করে সমাজে বাল্যবিবাহ আরো উৎসাহিত হয়ে উঠবে।


শেয়ার করুন

1 comment:

  1. jonogoner sochetonotha bridee kora darker.

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়