Wednesday, August 14

ভারতীয় ডুবোজাহাজ বিস্ফোরণে ১৮ নাবিক নিখোঁজ

ঢাকা: ভারতের মুম্বাই বন্দরে মঙ্গলবার গভীর রাতে আইএনএস সিন্ধুরক্ষক নামে একটি ডুবোজাহাজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কিন্তু, জাহাজটির ভেতরে থাকা ১৮ নাবিক কি অবস্থায় আছে তা এখনও জানা যায়নি। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়েও কোন ধারনা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুম্বাই বন্দরে কড়া নিরাপত্তাসম্পন্ন নৌবাহিনীর ডকইয়ার্ড মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। এসময় আগুনের শিখা অনেক দূর থেকেও দেখা যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেক নাবিক পানিতে ঝাঁপ দেন। তবে এর ভেতরে থাকা ১৮ নাবিকের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। ইতোমধ্যেই অনেক আহত নাবিককে উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে।

এ ঘটনা কেন ঘটেছে তা পর্যবেক্ষণ করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডিনিউজবিডি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়