Friday, August 23

শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার চোখের ফলোআপ চিকিৎসার জন্য ৭ দিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চক্ষু চিকিৎসার পাশাপাশি তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও স্বাস্থ্য পরীক্ষা করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ খবর নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, "রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ৩১ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।" 
সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে তার সহধর্মিনী রাশিদা খানম থাকবেন। এছাড়াও থাকছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মঞ্জুর হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুউদ্দিন আহমেদ, ব্যক্তিগত সচিব সম্পদ বড়ূয়া ও রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মোতাহার হোসেন।
সূত্র:বাসস

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়