Monday, August 19

কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার ৬০ সালা ২দিন ব্যাপী দস্তারবন্দী সম্মেলন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
 জামেয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট মাদ্রাসার নবগঠিত “আল-মুশাহীদ ফুযালা পরিষদের” এক সাধারণ সভা গত শনিবার দুপুর ১২ টায় পরিষদের সভাপতি দারুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরীর সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফুযালা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আলীমুদ্দীন শায়খে দুলর্ভপুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী, মাওঃ নূরুল হক, মাওঃ আব্দুল্লাহ বাহার, মাওঃ মুবাশ্বির আলী, মাওঃ খালিদ সাইফুল্লাহ, মাওঃ হারুনুর রশিদ চতুলী, মাওঃ বদরুল আলম, মাওঃ আব্দুল হক, মাওঃ হাফিজ হারুনুর রশিদ, মাওঃ লুকমান আহমদ, মাওঃ আব্দুল গফুর, মাওঃ বশির আহমদ, মাওঃ আব্দুল হাফিজ, মাওঃ বাহার উদ্দিন, মাওঃ রুহুল আমিন, মাওঃ গিয়াস উদ্দিন, মাওঃ মর্তুজ হোসেইন, মাওঃ শামসুল হক, মাওঃ আব্দুল লতিফ, মাওঃ মোকাররম, মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ আবুল হোসেন, মাওঃ আব্দুর রহিম, মাওঃ নূরুল ইসলাম নোমানী, মাওঃ শিহাব উদ্দিন, মাওঃ ইসলাম উদ্দিন, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ নূরুল ইসলাম। সুধীবৃন্দের বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জননেতা আলহাজ্ব এম এ মুমিন চৌধুরী ও হাজী আজির উদ্দিন প্রমুখ। সভায় মাদ্রাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ শায়খে লক্ষ্মীপুরী সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ২৬ ও ২৭ শে ফেব্র“য়ারী ২০১৪ ইং সালে বাংলার প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম ও দারুল হাদিস মাদ্রাসার ৬০ সালা দস্তারবন্দী মহা-সম্মেলন ২দিন ব্যাপী করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়