Friday, August 2

জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল

নিবন্ধন অবৈধ ঘোষণায় হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে ১২ ও ১৩ আগস্ট লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়াও শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বৃহস্পতিবার ইফতারের পূর্বে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্যই সরকারের সকল ষড়যন্ত্র ও চক্রান্ত। তারই ধারাবাহিকতায় জামায়াতের নিবন্ধন বাতিল করার রায় দেয়া হয়েছে। এর প্রতিবাদে জামায়াত হরতালের ডাক দিয়েছে।"
তিনি আরো বলেন, “জামায়াতের নিবন্ধন বাতিলের যে রায় দিয়েছে তা একটি ভুল রায়। এ রায়ের মাধ্যমে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে। এই রিট আবেদনটি সম্পূর্ণ অপরিপক্ক। কারণ নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি এখনো নির্বাচন কমিশনের বিবেচনাধীন। এ অবস্থায় রিট চলতে পারে না।”
তিনি আরো বলেন, “বাংলাদেশের পরিবর্তিত সংবিধানে ‘বিস্মিল্লাহির রাহমানির রাহীম’ ও রাষ্ট্র ধর্ম ‘ইসলাম’ বহাল আছে। এই অবস্থায় ধর্মীয় দল হিসেবে জামায়াতের রাজনৈতিক নিবন্ধন বাতিল করার প্রশ্নই উঠে না।”
তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন ওই নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করলে ২০০৯ সালের ২৭ জানুয়ারি হাই কোর্ট একটি রুল জারি করে।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়