Thursday, August 22

আরো ৭২ মামলা প্রত্যাহারের সুপারিশ

ঢাকা : রাজনৈতিক হয়রানি বিবেচনায় আরো ৭২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। এর মধ্যে কয়েকটি হত্যা মামলাও রয়েছে। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির শেষ সভায় এই সুপারিশ করা হয়। 

সভা শেষে কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সভায় মোট ২৭৭টি মামলা উত্থাপন করা হয়। এর মধ্যে ৭২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। তিনি জানান, আজকের সভায় ১৬৬টি নতুন মামলা থেকে ৪২টি প্রত্যাহার করা হয় এবং আগে নাকচ হয়ে যাওয়া ১১১টি মামলা থেকে ৩০টির আংশিক ও পুরোপুরি বাতিল করা হয়। কোনো মাদক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়নি বলেও জানান কামরুল। উল্লেখ্য, বর্তমান সরকারের আমলে কমিটির ৩০টি বৈঠকে এ পর্যন্ত মোট ১১ হাজার ১১৩টি মামলা বৈঠকে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে সাত হাজার ১০১টি মামলা সম্পূর্ণ বা আংশিক প্রত্যাহারের আদেশ দিয়েছে জাতীয় কমিটি। এতে খুনি, শীর্ষ সন্ত্রাসী, ধর্ষকসহ প্রায় এক লাখ অভিযুক্ত ব্যক্তি অব্যাহতি পেয়েছেন বা পাওয়ার প্রক্রিয়ায় আছেন।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়