পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বড় কানুয়া গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী মোসাঃ হাসিয়া বেগমের (৪৫) উপর একই এলাকার নুরুল ইসলাম হাওলাদার পুত্র নজরুল ইসলাম গত সোমবার বিকেলে বিধবা নারীর উপর আতর্কিত হামলা চালিয়ে, চড়, থাব্বর, ঘুষি মেরে নাজেহাল করে।
এক পর্যায় একটি জোড়ালো ঘুষি বিধবা হাসিয়া বেগমের মুখে লাগলে ৭টি দাঁত পড়ে যায়। সূত্রে জানা গেছে, তার (হাসিয়া বেগম) নিজ বাড়ীর উঠোনে একটি তাল গাছের পাঁকা তাল বখাটে যুবক নজরুল নিতে চাইলে গাছের মালিক এতে বাধা দেয়। এসময় ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। বর্তমানে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারী যুবক এ হামলার বিষয় থানা পুলিশে না জানানোর জন্য শাসায় বলে জানান বিধবার জামাই মোঃ আব্বাস উদ্দিন। এ বিষয়ে ভান্ডারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।---ডিনিউজ
এক পর্যায় একটি জোড়ালো ঘুষি বিধবা হাসিয়া বেগমের মুখে লাগলে ৭টি দাঁত পড়ে যায়। সূত্রে জানা গেছে, তার (হাসিয়া বেগম) নিজ বাড়ীর উঠোনে একটি তাল গাছের পাঁকা তাল বখাটে যুবক নজরুল নিতে চাইলে গাছের মালিক এতে বাধা দেয়। এসময় ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। বর্তমানে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারী যুবক এ হামলার বিষয় থানা পুলিশে না জানানোর জন্য শাসায় বলে জানান বিধবার জামাই মোঃ আব্বাস উদ্দিন। এ বিষয়ে ভান্ডারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
অপরাধ বার্তা
সর্বশেষ সংবাদ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়