ঢাকা : ইরানের রাষ্ট্রপতি ড. মাহমুদ আহমাদিনেজাদ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইরাক যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার তাঁর ইরাক যাওয়ার কথা রয়েছে। ইরাকি প্রধানমন্ত্রীর মূখপাত্র আলি মাসাবি রোববার এ সংবাদ জানিয়েছেন।
সূত্র জানায়, ইরাকের রাষ্ট্রপতি জালাল তালাবানির আমন্ত্রনে আহমাদিনেজাদ এ সফর করবেন বলে জানা যায়। কিন্তু, তালাবানি দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় উপ-রাষ্ট্রপতি খুলদিয়ার আল-হুজাই ইরানি রাষ্ট্রপতিকে বরণ করবেন। আশাকরা হচ্ছে, আহমাদিনেজাদ ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সাথে সাক্ষাত করবেন।--ডিনিউজ
সূত্র জানায়, ইরাকের রাষ্ট্রপতি জালাল তালাবানির আমন্ত্রনে আহমাদিনেজাদ এ সফর করবেন বলে জানা যায়। কিন্তু, তালাবানি দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় উপ-রাষ্ট্রপতি খুলদিয়ার আল-হুজাই ইরানি রাষ্ট্রপতিকে বরণ করবেন। আশাকরা হচ্ছে, আহমাদিনেজাদ ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সাথে সাক্ষাত করবেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়