Saturday, July 6

জেনেভা সম্মেলনে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: রাশিয়া

ঢাকা : সিরিয়ায় লিবিয়ার ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর তীব্র বিরোধিতা করেছে রাশিয়া। একইসঙ্গে সিরিয়া সংকটের বিষয়ে আসন্ন জেনেভা সম্মেলনে সিরিয়ার প্রতিবেশি দেশগুলোর পাশাপাশি ইরানের অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে দেশটি।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী গেনাদি গাতিলভ এ আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়া সংকটে সরাসরি জড়িত দেশগুলোর পাশাপাশি যেসব দেশ এ সংকট নিরসনে ভূমিকা রাখতে পারবে তাদের সবাইকে জেনেভা সম্মেলনে আমন্ত্রণ জানানো উচিত।

আরবিভাষী রুশ টেলিভিশন চ্যানেল রুসিয়া আল-ইয়াওমকে দেয়া এক সাক্ষাতকারে গাতিলভ আরো বলেন, মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানের কার্যকর ভূমিকার কথা কারো অজানা নয়। কিন্তু কিছু মার্কিন মিত্র ইরানের এ ভূমিকাকে অস্বীকার করে দেশটিকে জেনেভা সম্মেলনে আমন্ত্রণের বিরোধিতা করছে।

কিন্তু রাশিয়া এর তীব্র বিরোধিতা করছে বলে তিনি উল্লেখ করেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়