Thursday, June 6

কানাইঘাট ৩নং দিঘীরপার পূর্ব ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা


নিজস্ব প্র্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের ২০১৩-১৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সরকারি বিধি মোতাবেক নতুন কর আরোপ করে গত ২৯ মে সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইউপি সদস্য-সদস্যা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে বিভিন্ন  উৎস থেকে প্র্প্তা মোট আয় ৬৬ লক্ষ টাকা এবং মোট ব্যয় ৫৫ লক্ষ টাকা ধরা হয়েছে। বাজেটে ইউনিয়নের রাস্তা-ঘাট অবকাঠামো উন্নয়ন, স্যানিটেশন, শিক্ষা ও কৃষি খাতের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। উন্মুক্ত বাজেট অধিবেশন পর্যালোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ফয়াজ উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়জুর রহমান, সমাজসেবক আব্দুল হাই, ময়নুল হক চৌধুরী, আব্দুর রকিব মাষ্টার, এনজিও কর্মী আবুল হোসেন, মাষ্টার সাজ উদ্দিন সাজু, মতিউর রহমান, বাবুল চন্দ্র দাস, দিঘীরপার পূর্ব ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান, ব্যবসায়ী আনিছুর রহমান আনিছ, বীর মুক্তিযোদ্ধা আলতাব উদ্দিন ছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উন্মুক্ত বাজেট অধিবেশনে অংশ গ্রহণ করেন। ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিনের চৌধুরীর সভাপতিত্বে ও সচিব আকমল হোসেনের পরিচালনায় বাজেট পেশকালে ইউনিয়ন পরিষদের সকল সাবেক ও বর্তমান ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়